WB assembly election 2021 : বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া, জখম ২

 বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আওয়াজে ভেঙে পড়েছে ভাটপাড়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান মুকসুদ আলমের বাড়ির জানলা।

Updated By: Mar 29, 2021, 08:43 PM IST
WB assembly election 2021 : বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া, জখম ২
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বর্ধমানের রসিকপুর, পাণ্ডবেশ্বরের পর এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমা বিস্ফোরণ। ভাটপাড়া থানার নাকের ডগায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বোমার আঘাতে জখম হয়েছেন ২ জন।

সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আওয়াজে ভেঙে পড়েছে ভাটপাড়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান মুকসুদ আলমের বাড়ির জানলা। বিস্ফোরণের ঘটনায় মুকসুদ আলম দাবি করেছেন, রাখা বোমা ফেটে গিয়েই এই বিপত্তি ঘটেছে। কিন্তু কে বা কারা এই বোমা রাখল? তা নিয়েই প্রশ্নচিহ্ন। বিস্ফোরণের ঘটনায় ধোঁয়াশায় সবাই।

আরও পড়ুন, WB assembly election 2021 : পাণ্ডবেশ্বরে বোমা ফেটে মৃত্যু TMC কর্মীর, 'খুনের চক্রান্তে'র অভিযোগ জিতেন্দ্রর 

বিজেপি নেতা উমাশঙ্কর সিং দাবি করেছেন, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ভোটে সন্ত্রাস তৈরির জন্য-ই বোমা তৈরি হচ্ছিল কিনা? আর সেই বোমা ফেটেই এই বিপত্তি কিনা? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিস।

আরও পড়ুন, WB assembly election 2021 : আক্রমণ করলেই দ্বিতীয় দফায় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

রসিকপুর বিস্ফোরণকাণ্ডে ধৃত ১ যুবক, শুরু রাজনৈতিক চাপানউতোর

.