Modi-র ব্রিগেডের দিন শিলিগুড়িতে Mamata

এবারের উত্তরবঙ্গ সফরে আর কী কী কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর?

Reported By: সুতপা সেন | Updated By: Mar 3, 2021, 03:53 PM IST
Modi-র ব্রিগেডের দিন শিলিগুড়িতে Mamata

নিজস্ব প্রতিবেদন: ভোটের (WB Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষণার পরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আগামী ৬ মার্চ অর্থাৎ শনিবার শিলিগুড়িতে পৌঁছবেন তিনি। পরের দিন, ৭ মার্চ শহরে পদযাত্রা করবেন তিনি। সেদিনই ফিরবেন কলকাতায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন, সেদিন কলকাতায় ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

তখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। ফ্রেরুয়ারি মাসের গোড়ায় ৪ দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করার পর বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। প্রশাসনিক ও একাধিক দলীয় বৈঠকে যোগ দেওয়াই শুধু নয়, ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভোটের পরও জোটেই আছি, জল্পনা ওড়ালেন Abbas Siddiqui

প্রসঙ্গত, ২০১৯  লোকসভা ভোটে উত্তরবঙ্গে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের (TMC)। দার্জিলিং-সহ সবকটি আসনেই জিতেছে বিজেপি।  রাজনৈতিক মহলে মতে, একুশের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া ঘাসফুল শিবির। সেকারণে দলের কর্মীদের চাঙ্গা করতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নিজে বারবার উত্তরবঙ্গে যাচ্ছেন। 

.