নন্দীগ্রামে আহত মমতা, পরিস্থিতি খতিয়ে দেখতে মেদিনীপুরে নির্বাচন কমিশনের ২ পর্যবেক্ষক

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। ভোটের মুখে নিরাপত্তা ইস্যুতে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল।

Updated By: Mar 12, 2021, 04:20 PM IST
নন্দীগ্রামে আহত মমতা, পরিস্থিতি খতিয়ে দেখতে মেদিনীপুরে নির্বাচন কমিশনের ২ পর্যবেক্ষক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আজই মেদিনীপুরে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সাতসকালেই গুরুসদয় রোডে বিএসএফের গেস্ট হাউস থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান দুজনই। সেখান থেকে পরের গন্তব্য পশ্চিম মেদিনীপুর।

 নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। ভোটের মুখে নিরাপত্তা ইস্যুতে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছন দুই পর্যবেক্ষকের। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: Vijayvargiya-র হাত ধরে পদ্ম শিবিরে প্রাক্তন CPM নেতা শঙ্কর ঘোষ

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। বৈঠক হওয়ার কথা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গেও। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন নির্বাচন কমিশনের এই দুই পর্যবেক্ষক। 

.