WB assembly election 2021: ভোট বয়কটের ভাবনায় নাগরাকাট ব্লকের কৃষকেরা

দু'শো বিঘা জমি বিপন্ন। আসন্ন বিধানসভা ভোটে (WB assembly election) তাই বেসুরো কালিখোলা নদী এলাকার কৃষকেরা।

Updated By: Mar 7, 2021, 12:54 PM IST
WB assembly election 2021: ভোট বয়কটের ভাবনায় নাগরাকাট ব্লকের কৃষকেরা

নিজস্ব প্রতিবেদন: ভোটের ঢাকে কাঠি পড়তেই বেসুরো বাজলেন কৃষকেরা। ডাক দিলেন ভোট বয়কটের।

নদীর হাত থেকে জমি বাঁচাতে মালবাজার (Malbazar) মহকুমার নাগরাকাটা ব্লকের (Nagrakata) লুকসান পঞ্চায়েত এলাকায় ভোট বয়কটের (vote boycott) ডাক দিলেন কালিখোলা বস্তির কৃষকেরা। 

আরও পড়ুন: WB assembly election 2021: পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে পদযাত্রা মমতার

কৃষকদের অভিযোগ, ২০১২ সালে সেচ দপ্তরের (canal division) বাঁধ ভেঙে গিয়ে ২০০ বিঘা জমির মাঝখান দিয়ে বয়ে গিয়েছিল কালিখোলা নদী। এখন এই নদীর দুই দিক থেকেই ভাঙন শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আগামীদিনে ২০০ বিঘা জমিই নদীগর্ভে চলে যাবে। কৃষকদের আরও অভিযোগ, ভোটের পর ভোট-পর্ব পেরিয়ে আরেকটি বিধানসভা নির্বাচন চলে এল কিন্তু তাঁদের জমি বাঁচাতে বাঁধের কোনও ব্যবস্থা করেনি কোনও পক্ষই। তাই এবার তাঁরা এক প্রকার বাধ্য হয়েই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষকদের দাবি, যারাই তাদের জমি বাঁচাতে উদ্যোগ নেবে তাঁদেরই  ভোট দেবেন তাঁরা। আবার তাঁদের কথা কেউ না শুনলে ভোট বয়কট করবেন এলাকার সমস্ত কৃষক।

আরও পড়ুন: WB assembly election 2021: বিনয়পন্থীরা কোন পথে? নেতৃত্বের নির্দেশের অপেক্ষায়

.