WB Assembly Election: বেলা ৩টে পর্যন্ত ৫ জেলায় ৭০ শতাংশেরও বেশি ভোট, চলছে প্রথম দফার রায়দান পর্ব
৬৯.২৪ শতাংশ ভোট পড়েছে পুরুলিয়া। ৬৮.০৩ ভোট পড়েছে বাঁকুড়ায়।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম দফার ভোটে বিপুল অংশগ্রহণ মানুষের। নির্বাচন কমিশনের হিসাব অনুসাযায়ী বেলা ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ। ৭২.৩৮ শতাংশ ভোট গ্রহণ হয়েছে পূর্ব মেদিনীপুরে। ৬৮.৭৬ পশ্চিম মেদিনীপুর। ৭২.১০ শতাংশ ভোট ঝাড়গ্রামে। ৬৯.২৪ শতাংশ ভোট পড়েছে পুরুলিয়া। ৬৮.০৩ ভোট পড়েছে বাঁকুড়ায়।
বাঁকুড়া জেলায় বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৪০ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৫৯.২৩ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৫২.৬০ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৫৭.৭৫ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৫১.৪২ শতাংশ। ১টা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছিল ৫৪.৯০ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ২৬.৩৭ শতাংশ।
উল্লেখ্য, ভোটারদের শতকরা হিসেবে গরমিলের অভিযোগ আনে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মাত্র ৫ মিনিটে ভোটদানের পরিসংখ্যান কমে অর্ধেক হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয় শাসক শিবির।
শনিবার পশ্চিমবঙ্গে ৮ দফার বিধানসভা ভোটের প্রথম পর্ব। এদিন ৫ জেলার ৩০ আসনে ভোট। সবমিলিয়ে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৫টি জেলার মধ্যে শনিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সব কটি আসনেই ভোটগ্রহণ চলছে। বাকি ৩ জেলায় আংশিক। পুরুলিয়ায় ভোটগ্রহণ হচ্ছে জেলার ৯টি আসনেই। এ ছাড়া পশ্চিম মেদিনীপুরের ৬টি এবং পূর্ব মেদিনীপুরের ৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এ ছাড়াও ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়ার ৪টি আসনে।
পাশাপাশি কমিশন সূত্রের খবর, শনিবারের রাজ্যের ৫ জেলায় প্রথম দফার ভোটগ্রহণ পর্বে মোট ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বেশি, ১৪৪ কোম্পানি। ৩০টির মধ্যে পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬, ঝাড়গ্রামের ৪ (সবগুলি), বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯টি (সবগুলি) আসন রয়েছে। মোট ভোটদাতার সংখ্যা ৭৩ লক্ষ ৮০ হাজার ৯৪২।