WB Panchayat Election 2023: সীমান্ত পেরিয়ে দেশে ফেরার সময় গ্রেফতার গীতালদহের তৃণমূল কর্মী খুনে দুই অভিযুক্ত

জারিধরলা সীমান্তবর্তী গ্রাম হওয়ায় এবং কোন কাঁটাতারের বেড়া না থাকায় ঘটনার পরেই তারা গা ঢাকা দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। আর তারপরেই পুলিস প্রশাসন এবং বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে।

Updated By: Jul 6, 2023, 11:19 PM IST
WB Panchayat Election 2023: সীমান্ত পেরিয়ে দেশে ফেরার সময় গ্রেফতার গীতালদহের তৃণমূল কর্মী খুনে দুই অভিযুক্ত
নিজস্ব চিত্র

দেবজ্যোতি কাহালি: গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামের তৃণমূল কর্মী বাবু মিয়ার খুনে অভিযুক্ত। ওই একই গ্রামের দুই যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিস। জানা গিয়েছে সুমন হক ও রহমাতুল্লাহ নামের ওই দুই ব্যক্তি গত ২৭ জুন গীতালদহের জারিধরলা গ্রামের তৃণমূল কর্মী বাবু মিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত।

জারিধরলা সীমান্তবর্তী গ্রাম হওয়ায় এবং কোন কাঁটাতারের বেড়া না থাকায় ঘটনার পরেই তারা গা ঢাকা দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। আর তারপরেই পুলিস প্রশাসন এবং বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে।

বিএসএফের তরফ থেকে বিজিবির কাছে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা ছবি সহ সবকিছুই তুলে দেওয়া হয়। আর তারপরেই বৃহস্পতিবার বাংলাদেশের মোগলহাট সীমান্ত থেকে ওই দুই অভিযুক্তকে ফের সীমান্ত পারাপারের সময় হাতে নাতে ধরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: ভোটের ৪৮ ঘণ্টা আগেও উত্তপ্ত দিনহাটা! ভাংচুর, বোমাবাজি, চলল গুলিও

এরপরে বিএসএফের তরফ থেকে দেওয়া নথির সঙ্গে তাদের ছবি ও নাম মিলে যাওয়ায় তড়িঘড়ি খবর দেওয়া হয় গীতালদহ ৯০ ব্যাটেলিয়ন বিএসএফ ক্যাম্পে। আর তারপরেই গিতালদহ ৯০ ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পের আধিকারিক এবং বাংলাদেশ বিজিবির আধিকারিকরা জারিধরলা গ্রামের সীমান্তে ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে ওই দুই অভিযুক্তকে বিজিবির কাছ থেকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন: Hooghly: ডাস্টার মেরে নাক ফাটালেন ছাত্রের, কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন শিক্ষক!

যাবতীয় কাগজপত্রের কাজ সেরে গত ২৭ জুন গীতালদহের জারিধরলা গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী বাবু রহমান খুনে অভিযুক্ত সুমন হক ও রহমতুল্লাহকে দিনহাটা থানার পুলিসের হাতে তুলে দেয় ৯০ ব্যাটেলিয়ন বিএসএফ।

ধৃতদের কাছ থেকে পুলিস একটি মোবাইল ও বাংলাদেশি টাকা উদ্ধার করেছে। কোচবিহার জেলা পুলিসের তরফ থেকেও জানানো হয়েছে বর্তমানে ওই দুই অভিযুক্ত পুলিস হেফাজতে রয়েছে এবং শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.