নিম্নচাপের জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কলকাতায়

বেশ কিছু দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া, ভারী বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে।

Updated By: Aug 20, 2018, 05:21 PM IST
নিম্নচাপের জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কলকাতায়

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ। ওড়িশায় প্রবল বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। ওড়িশার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

আরও পড়ুন: মায়ের সঙ্গে পাড়ার ‘কাকু’কে এক বিছানায় দেখে ফেলেছিল সাত বছরের ছেলে! পরিণতি...

বেশ কিছু দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া,  ভারী বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে আদ্রতা বেশী থাকায়,  চরম অস্বস্তিতে থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। এমন পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবার।

আরও পড়ুন: দেহ চুল্লিতে ঢোকানো হচ্ছিল, আচমকাই বেজে উঠল শ্মশান কর্মীর ফোন!

প্রশান্ত মহাসাগর থেকে আগত শক্তিশালী ঘূর্ণিঝড় ভিয়েতনামে আছড়ে পড়ার পর তা ক্রমশই পশ্চিমের দিকে সরতে থাকে। যা বঙ্গোপসাগরে উপকূলের কাছে সরে যায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এরফলে ওড়িশায় প্রবল বৃষ্টি হতে পারে। যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। যার ফলে কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

.