পশ্চিমী ঝঞ্ঝা কেটে পরিষ্কার আকাশ, শীতের নয়া ইনিংসে ফের কাঁপবে রাজ্য
৩-৪ দিন বজায় থাকবে এই শীতের আমেজ। তবে কনকনে ঠাণ্ডা আর ফিরছে না। সকালে সামান্য কুয়াশার পরে পরিস্কার আকাশ থাকবে।
নিজস্ব প্রতিবেদন: শীতের নতুন ইনিংস শুরু রাজ্যে। ৩-৪ দিন বজায় থাকবে এই শীতের আমেজ। তবে কনকনে ঠাণ্ডা আর ফিরছে না। সকালে সামান্য কুয়াশার পরে পরিস্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
গতরাতে তাপমাত্রা নেমেছে ২ ডিগ্রি। ২দিনে কলকাতায় তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৩ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে মঙ্গলবার। এর প্রভাবে ফের তুষারপাতের সম্ভাবনা জম্বু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। আগামী ২৪ ঘণ্টায় ৭০ শতাংশ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও দিল্লিতে। সোম, মঙ্গলবার ও শৈত্য প্রবাহের পূর্বাভাস ওড়িশায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।