Bengal Weather: শীতের আমেজ ফিরছে রাজ্যে, সপ্তাহের শেষে আরও কমবে তাপমাত্রা
আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে। বাড়বে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।
অয়ন ঘোষাল: শীতের আমেজ ফিরলো শহরে। রাতের তাপমাত্রা কমলো। ঘূর্ণিঝড় কেটে যেতেই আকাশ পরিস্কার। তবে পাকাপাকিভাবে শীত আপাতত আসছে না। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকবে। কলকাতাতে আগামী ২-৩ দিন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে কলকাতায়। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে। বাড়বে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।
আরও পড়ুন, Kartikeya: উলঙ্গ শিশু কার্তিকের উপাসনা থেকেই শুরু কাটোয়ার কার্তিক পুজো!
তবে মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকালে সন্ধ্যে শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে আগামী তিন-চার দিনে কোনও জেলার তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। শহর কলকাতায় সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তি হতে পারে। আজ পরিস্কার আকাশ। কমল রাতের তাপমাত্রা, বাড়বে দিনের তাপমাত্রা।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। অন্যদিকে, রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে। একটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ও অন্যটি দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন, Memari: মা নেই ১২ বছর, গ্রামের মহিলার সঙ্গে পরকীয়া, ছেলে প্রতিবাদ করায় বাবা ঘটাল ভয়ংকর কাণ্ড!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)