West Bengal Election 2021: বীরভূমের নানুরে বোমায় উড়ল বাড়ির ছাদ

বীরভূমে অষ্টম দফায় ভোটগ্রহণ (West Bengal Election 2021) এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Updated By: Apr 26, 2021, 11:52 AM IST
West Bengal Election 2021: বীরভূমের নানুরে বোমায় উড়ল বাড়ির ছাদ

নিজস্ব প্রতিবেদন: সপ্তম দফার নির্বাচনের দিন (West Bengal 7th Phase Election 2021) বীরভূমের (Birbhum) নানুর বিধানসভা কেন্দ্রে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিজেপির (BJP) অভিযোগ, বোমাগুলি মজুত করেছিল তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।         

অষ্টম দফায় ভোটগ্রহণ (West Bengal Election 2021) বীরভূমে। তার আগে সোমবার নানুর বিধানসভা কেন্দ্রের কীর্ণাহারের ১ নম্বর গ্রামপঞ্চায়েত কাফেরপুর একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ের ছাদ উড়ে যায় বিস্ফোরণে। জানা গিয়েছে, পরিত্যক্ত বাড়িটির মালিক লাল্টু শেখ। তাঁর রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। ওই বাড়িতে থাকতেন লাল্টু।

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) অভিযোগ, পরিত্যক্ত ঘরে তৃণমূলের বোমা মজুত করে রেখেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। সেই অভিযোগ উড়িয়ে ঘাসফুল শিবিরের দাবি, আতঙ্কিত করতেই বোমা রেখেছিল বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিস। আশেপাশে বোমা রয়েছে কিনা তা তল্লাশি করে দেখছে বম্ব স্কোয়াড।   

আরও পড়ুন- এবার আক্রান্ত পার্নো মিত্র, টলিউডে কোভিডের থাবা চলছেই    

.