টানা শতাধিক দৈনিক মৃত্যু, শনিবার মৃতের সংখ্যায় রেকর্ড ভাঙল বাংলা

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ (Covid Positive) হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। 

Updated By: May 8, 2021, 09:19 PM IST
টানা শতাধিক দৈনিক মৃত্যু, শনিবার মৃতের সংখ্যায় রেকর্ড ভাঙল বাংলা

নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে রাজ্যে কোভিডে মৃত্যু ঠেকেছিল শূন্যে। করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৫ দিন ধরে শতাধিক মৃত্যু দেখল রাজ্য। দৈনিক মৃতের সংখ্যায় ভেঙে গেল সমস্ত নজির। রাজ্যের স্বাস্থ্য বুলেটিনের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। ফলে, মৃত ও  আক্রান্তের সংখ্যায় রেকর্ড রাজ্যে।           

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ (Covid Positive) হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। সংক্রমণে পাল্লা দিচ্ছে কলকাতা ও উত্তর পরগনা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯৮৩ ও ৩৯৮৮। হাওড়ায় সংক্রমিত হয়েছেন ৯৬৩ জন। হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যা যথাক্রমে ৮৯৬ ও ৯৭৭। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ হাজার ৩৭৭ জনের। সংক্রমণের হার ৮.৯৩ শতাংশ।    
      
গতকাল মৃতের সংখ্যা ছিল ১১২। এ দিন তা বেড়ে পৌঁছে গেল ১২৭-এ। এনিয়ে টানা ৫ দিন মৃত্যু একশোর গণ্ডি পার করল। কলকাতায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। উত্তর ২৩ পরগনায় মৃতের সংখ্যা ৩৯। 

আরও পড়ুন- এ বার মৌমাছিই বলে দেবে আপনি করোনা আক্রান্ত কি না!

.