Weather Today: কুয়াশামাখা শহরে শীতের আমেজ, পারদ পতন রাজ্যে

পশ্চিমী ঝঞ্ঝার পরেই শীত ঢুকতে পারে রাজ্যে।ইতিমধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাজ্যে।

Updated By: Dec 8, 2021, 10:53 AM IST
Weather Today: কুয়াশামাখা শহরে শীতের আমেজ, পারদ পতন রাজ্যে
নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহ শেষে শীতের আমেজ আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার পরেই শীত ঢুকতে পারে রাজ্যে।ইতিমধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাজ্যে। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে এখন থেকেই। তবে আগামী তিনদিন রাজ্যে ক্রমসহ বাড়বে কুয়াশা দাপট। যদিও আজ সকাল থেকেই ছিল কুয়াশার বাড়বাড়ন্ত। দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে  বিমানবন্দর সহ আশেপাশের এলাকা। দৃশ্যমানতা প্রায় ১০০ মিটার এ নেমে যায়।  

কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আগামী কয়েকদিনে ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, পরে পরিষ্কার আকাশ থাকবে। নতুন করে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন, Asansol: কাজ দেওয়ার নামে দিল্লিতে পাচার! চলন্ত ট্রেন থেকে উদ্ধার ৪ নাবালিকা ও ২ যুবতী

শুক্রবার এর পর স্বাভাবিক এর নিচে নামবে কলকাতার তাপমাত্রা। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তরবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। 

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮১ শতাংশ।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.