Weather Today: মাঘের শীতে বৃষ্টি থাবা, ঠাণ্ডা আমেজ কমিয়ে বাড়বে তাপমাত্রা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।

Updated By: Jan 20, 2022, 08:35 AM IST
Weather Today: মাঘের শীতে বৃষ্টি থাবা, ঠাণ্ডা আমেজ কমিয়ে বাড়বে তাপমাত্রা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এবছর পিঠে পুলির উৎসব শেষে শীত (Winter) যেন বেপাত্তা। বরং আবহাওয়ার (Weather) খামখেয়ালির জন্য তাপমাত্রা (Tempareture) মাঘে ঊর্ধ্বমুখী হতে চলেছে আগামী কয়েকদিনের জন্য। শুধু তাই নয়, সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার আধিক্যও দেখা দেবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার যদিও কিছুটা শীতের আমেজ রয়েছে কলকাতায়। ১৩.৩ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু আগামীকাল থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে।  ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । 

অন্যান্য জেলাগুলোয় ২১ এবং ২২ জানুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে। কাল থেকে  রাতের তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীতের আধিক্য অনেকটাই কমবে। কলকাতার ক্ষেত্রে আজ বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে।  তবে ২১ ও ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও ২১ জানুয়ারি  দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ২২ জানুয়ারি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি কোচবিহার এসব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 

দুই বঙ্গেই ২৩ এবং ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে মাঘের শীতে থাবা বসাতে চলেছে বৃষ্টি। এই আচমকা বৃষ্টির কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়ার গতিপথ পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশেলে ফের ভিজতে চলেছে রাজ্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.