লাইভ কভারেজ ছাড়া বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন NRS-এর আন্দোলনকারীরা

"সংবাদ মাধ্যম থাকবে না, তবে লাইভ কভারেজের ব্যবস্থা করা হচ্ছে"  জানালেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। 

Updated By: Jun 17, 2019, 02:28 PM IST
লাইভ কভারেজ ছাড়া বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন NRS-এর আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদন: আন্দোলনকারীদের নবান্ন আনতে সরকারি বাস পৌঁছে গিয়েছে NRS চত্বরে। তবে জিবির পর বৈঠক নিয়ে ফের বেঁকে বসেছেন NRS-এর আন্দোলনকারীরা। মিডিয়ার লাইভ কভারেজ ছাড়া বৈঠকে যাবে না, একথা সাফ জানিয়ে দিয়েছেন NRS-এর আন্দোলনকারীরা। এদিকে নবান্নের এই বৈঠকে যে মিডিয়াকে রাখা সম্ভব নয় তাও জানানো হয়েছে। কাজেই নতুন করে জটিলটা তৈরি হওয়ার কারণে মিডিয়া ছাড়াই অন্যভাবে লাইভ কভারেজ করার চেষ্ঠা করা হচ্ছে বলেই জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। 

আরও পড়ুন: চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে NRS-এ পৌঁছল নবান্নের চিঠি

এখন প্রশ্ন সংবাদ মাধ্যম ছাড়া কীভাবে হবে এই লাইভ কভারেজ। তবে কি সোশাল মিডিয়া বা অন্য কোনও ভাবে লাইভ করা হবে। তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। যদিও এর আগে দেখা গিয়েছে সরকারের নিজস্ব ক্যামেরায় একাধিক অনুষ্ঠান লাইভ করা হয়েছে এবং ফুটেজ দেওয়া হয়েছে মিডিয়াকে। উল্লেখ্য, NRS -এর আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা নবান্নে যেতে রাজি, তবে সংবাদ মাধ্যমের লাইভ নিয়ে অনড় আন্দোলনকারীরা। ইতিমধ্যেই নবান্নে শুরু হয়েছে এই নিয়ে পাল্টা আলোচনা। আজ শেষ জিবির পর NRS-এর জুনিয়র ডাক্তাররা বলেন, "আমরা সকালে যেই চিঠি পেয়েছি তাতে কোথাও সংবাদমাধ্যমের উপস্থিতির কথা বলা নেই। আর সংবাদ মাধ্যম ছাড়া গোটা দেশের জনগনের কাছে স্বচ্ছভাবে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব নয়।"

তবে শেষ পর্যন্ত লাইভ কভারেজ হবে কি হবে না এই উত্তরের ওপরেই নির্ভর করে রয়েছে গোটা বিষয়টি।

  

Tags:
.