Canning: রেহাই পেলেন না মানসিক ভারসাম্যহীন মহিলা, নারী পাচারকারী সন্দেহ হতেই গাছে বেঁধে বেধড়ক মার

প্রথামিক তদনব্ত জানা গিয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। বাড়ি নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের হিঞ্জাখালি গ্রামে

Updated By: Sep 5, 2021, 10:18 PM IST
Canning: রেহাই পেলেন না মানসিক ভারসাম্যহীন মহিলা, নারী পাচারকারী সন্দেহ হতেই গাছে বেঁধে বেধড়ক মার

নিজস্ব প্রতিবেদন: সন্দেহ নারী পাচারকারী। কোনও খোঁজ খবর নেই। শুরু হল মারধর। গাছে বেঁধে রীতিমত ঘণ্টাখানেক ধরে এক মহিলার উপরে চলল গ্রামবাসীদের তাণ্ডব। ক্যানিয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গ্রামের ঘটনা।

আরও পড়ুন-Islampur: দিনের আলোয় তাণ্ডব দুষ্কৃতীদের, ২ গোষ্ঠীর লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল ইসলামপুরে

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় তেঁতুলতল গ্রামে মঞ্জুর গাজি নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে বীথি বিশ্বাস নামে এক মহিলা। অভিযোগ,বাড়িতে ঢুকেই এক নাবালিকাকে বলে তাকে এক জায়গায় নিয়ে যাবে। এর জন্য তাকে ভালো জামা কাপড় পরে বেরিয়ে আসতে বলে।

অপরিচিত এক মহিলা এমন কথা বলাতে ভয় পেয়ে যান বাড়ির লোকজন। তারা ভয়ে চিত্কার শুরু করে দেয়। ওই চিত্কার শুনে বেরিয়ে পড়ে পাড়ার লোকজন। এলাকায় উত্তজেনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-Kolkata: পুজোর আগেই কলকাতায় মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি, পুরসভার নজরে শহরের ৪ জায়গা

এদিকে ওই গোলমালের মধ্যে ওই মহিলা পালানোর চেষ্টা করতেই গ্রামের লোকজন তাকে ধরে ফেলে। এরপর একটি গাছে বেঁধে শুরু হয় প্রবল মারধর। এর মধ্যে গ্রামের কেউ খবর দিয়ে দেয় ক্যানিং থানায়।  সেখান থেকে বিশাল বাহিনী এসে বীথিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিস। প্রথামিক তদনব্ত জানা গিয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। বাড়ি নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের হিঞ্জাখালি গ্রামে। শেষপর্যন্ত তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.