Death: এক সপ্তাহ আগে নদীতে ভেসে গিয়েছিলেন যুবক, দেহ উদ্ধার হল রবিবার

মৃতদেহ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়লেন মৃতের বাবা ওয়াজুদ্দিন হক।

Updated By: Aug 1, 2021, 02:50 PM IST
Death: এক সপ্তাহ আগে নদীতে ভেসে গিয়েছিলেন যুবক, দেহ উদ্ধার হল রবিবার

নিজস্ব প্রতিবেদন: অবশেষে উদ্ধার হল নিখোঁজ থাকা যুবকের দেহ। আজ, রবিবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মৃতদেহ উদ্ধার করল পুলিস। মৃতদেহ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়লেন মৃতের বাবা ওয়াজুদ্দিন হক।

আরও পড়ুন: Haldia: বৃষ্টিবিঘ্নিত এলাকায় বস্তিবাসীর পাশে স্থানীয় তৃণমূল নেতা

রবিবার সকালে মালবাজার মহকুমার  নাগরাকাটার জলঢাকা নদীতে (Jaldhaka River) একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। কিছুদিন আগে ঝালং-য়ে জলঢাকা নদীতে পড়ে গিয়েছিলেন দুই যুবক। এক যুবকের মৃতদেহ পরের দিনই উদ্ধার করা গিয়েছিল। অন্য জন নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকা সেই যুবকের দেহই রবিবার পাওয়া গেল বলে অনুমান করেছিল নাগরাকাটা থানার পুলিস। পরে জানা গেল, পুলিসের অনুমানই সত্যি। 

ঝালং (Jhalong) বেড়াতে গিয়ে সেলফি তুলতে গিয়ে জলপাইগুড়ির ধূপগুড়ির দুই যুবক কাজল ঘোষ ও আলিফুল হক ভেসে গিয়েছিল জলঢাকা নদীতে। পরের দিন কাজলের দেহ পাওয়া গিয়েছিল। কিন্তু আলিফুল নিখোঁজ ছিল। আট দিন পর পর রবিবার সকালে নাগরাকাটা বস্তির কাছে জলঢাকা নদী থেকে আলিফুলের দেহ উদ্ধার করল পুলিস। মৃতদেহ সনাক্ত করতে এসে কান্নায় ভেঙ্গে পড়লেন মৃতের বাবা ওয়াজুদ্দিন হক।

জানা গিয়েছে, এদিন সকালে নাগরাকাটার (Nagrakata) বস্তির বাসিন্দারা জলঢাকা নদীর ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে চলে আসে পুলিস। দেহটি আলিফুলের দেহ বলেই মনে করেছিল পুলিস। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Kalna Heavy Rain: লোকালয়ের দিকে ক্রমশ এগোচ্ছে নদী! তলিয়েছে চাষজমি, ডুবতে পারে রেলপথ

.