Bhangar: মশলা মুড়িতে 'মাদক' খাইয়ে বেহুঁশ! প্রেমিকার দু'চোখ নষ্টের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

 অভিযুক্ত প্রেমিক আগে থেকেই বিবাহিত ছিল। 

Updated By: Jan 10, 2022, 03:12 PM IST
Bhangar: মশলা মুড়িতে 'মাদক' খাইয়ে বেহুঁশ! প্রেমিকার দু'চোখ নষ্টের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : প্রেমিকাকে 'মাদক' মেশানো মশলা মুড়ি খাইয়ে বেহুঁশ করে দুটো চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

জানা গিয়েছে, ধৃত প্রেমিক ভাঙড়ের বাসিন্দা। অভিযুক্ত প্রেমিক আগে থেকেই বিবাহিত ছিল। সেটা লুকিয়েই জয়নগরের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। বছর দুয়েক ধরে দুজনের মধ্যে 'ঘনিষ্ঠ সম্পর্ক' গড়ে ওঠে। সম্প্রতি প্রেমিকা জানতে পারেন যে, প্রেমিক বিবাহিত। তারপরই ওই সম্পর্ক থেকে সরে আসতে চান তিনি। প্রায় এক বছর যাবত কাল প্রেমিকের সঙ্গে আর কোনও যোগাযোগ বা সম্পর্ক রাখেননি তিনি। 

অভিযোগ, এরপর চলতি মাসের ৪ তারিখ প্রেমিকাকে সোনারপুর স্টেশনে ডাকে অভিযুক্ত প্রেমিক। সেখানেই দুজনে মশলা মুড়ি খায়। অভিযোগ, মশলা মুড়ির সাথে 'মাদক' মেশানো ছিল। ওই মুড়ি খাইয়ে প্রেমিকাকে বেহুঁশ করে দেয় সে। এরপর যখন জ্ঞান ফেরে, তখন প্রেমিকা জানতে পারেন যে, তিনি ভাঙড়ের একটি শ্মশানে পড়ে রয়েছেন! আর অনুভব করেন যে, দু'চোখে কিছু দেখতে পাচ্ছেন না। এদিকে পলাতক প্রেমিক।

এরপর স্থানীয় মানুষজনই তাঁকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দুটি চোখে এখনও কিছু দেখতে পাচ্ছেন না। এই ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিস। ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে হরিশচন্দ্রপুরের 'মানবিক' পুলিস

ভক্তদের জন্য দুঃসংবাদ, ব্যবসায়ীদের মাথায় হাত! অনির্দিষ্টকালের জন্য বন্ধ কামারপুকুর মঠ ও মিশন

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App