পুলিসের হুমকিতে আত্মঘাতী যুবক

Updated By: Aug 7, 2017, 05:36 PM IST
পুলিসের হুমকিতে আত্মঘাতী যুবক

ওয়েব ডেস্ক: ঘুষ না দিলে জেল। পুলিসের হুমকিতেই আত্মঘাতী যুবক। এই অভিযোগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার আউশবেরিয়া গ্রাম। আজ সকালে স্থানীয় বাসিন্দা বিমল বৈরাগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, পুলিসের হুমকির জেরে মানসিক চাপে আত্মঘাতী হন বিমল।

ঘটনার সূত্রপাত গত পয়লা অগাস্ট। গ্রামে অভিযান চালায় বিদ্যুত দফতরের কর্মীরা। হুকিংয়ের অভিযোগ ওঠে বিমল বৈরাগী, তার ভাই শম্ভু এবং আরও এক গ্রামবাসীর বিরুদ্ধে। ওই তিনজনের বিরুদ্ধে ফলতা থানায় FIR হয়। এরপরই থানায় তলব করা হয় বিমল এবং শম্ভুকে। পরিবারের অভিযোগ, পুলিস দুই ভাইয়ের কাছ থেকে ঘুষ চায়। নাহলে তাদের জেল হবে বলে হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, কিছু টাকা পুলিসকে দেন বিমল। বাকি টাকা দেওয়ার কথা ছিল আজ। কিন্তু সেই টাকা জোগাড় করতে পারেননি বিমল বৈরাগী। সেই মানসিক চাপেই সকালে আত্মহত্যা করেন তিনি। এরপরই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। দোষী পুলিসকর্মীর শাস্তির দাবিতে দেহ আটকে শুরু হয় বিক্ষোভ। ফলতা থানার পুলিস দীর্ঘক্ষণ গ্রামে ঢুকতেই পারেনি।

গাইঘাটায় অপমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

.