close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

সম্পর্ক রাখতে নারাজ, প্রেমিককে ফোন করে বাড়িতে ডেকে এনে বিষ খাওয়ালো প্রেমিকা!

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই যুবতী। কিন্তু সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন আমিরুন।

Updated: Aug 24, 2019, 01:00 PM IST
সম্পর্ক রাখতে নারাজ, প্রেমিককে ফোন করে বাড়িতে ডেকে এনে বিষ খাওয়ালো প্রেমিকা!

নিজস্ব প্রতিবেদন : প্রেমিকের সঙ্গে সম্পর্কে নারাজ প্রেমিকা। আর তাই ফোন করে ডেকে এনে প্রেমিককে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, প্রেমিকের নাম আমিরুন মোল্লা। বয়স ২৫ বছর। আদতে কোলা হাজরার বাসিন্দা আমিরুন কাজের সূত্রে ভাঙনখালি গ্রামে থাকতেন। সেখানেই স্থানীয় এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আমিরুনের।  বেশ কিছুদিন সুসম্পর্ক ছিল দুজনের মধ্যে। কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দূরত্ব তৈরি হয় যুগলের মধ্যে।

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই যুবতী। কিন্তু সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন আমিরুন। অভিযোগ, এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল। এরপরই আমিরুনকে ফোন করে বাড়িতে ডেকে পাঠান ওই যুবতী। তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন প্রেমিক আমিরুনকে।

আরও পড়ুন, চায়নাটাউনে স্ত্রী-বাবাকে খুনে ধৃত ছেলেই, জোড়া হত্যাকাণ্ডের নেপথ্যে লুকিয়ে পরকীয়া

গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় আমিরুনকে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছে আমিরুনের পরিবার। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার।