কল্পনা চাওলার পর এই প্রথম! মহাকাশে যেতে প্রস্তুতি সারছেন ভারতীয় বংশোদ্ভূত সিরিশা বান্দলা

  অ্যামাজনের জেফ বেজোসের আগে ভার্জিন গ্যালাকটিকের রিচার্ড ব্র্যানসন ঘোষণা করেছিলেন যে মহাকাশে প্রথম যাত্রা করার কথা। এবার রিচার্ড ব্র্যানসনের সঙ্গে মহাকাশে যাত্রা করতে চলেছেন এক ভারতীয় কন্যা। পাঁচ যাত্রীর মধ্যে থাকবেন সরকারী বিষয়ক ও সংস্থার গবেষণা কার্যক্রমের সহ-সভাপতি সিরিশা বান্দলা।

Updated By: Jul 2, 2021, 04:57 PM IST
কল্পনা চাওলার পর এই প্রথম! মহাকাশে যেতে প্রস্তুতি সারছেন ভারতীয় বংশোদ্ভূত সিরিশা বান্দলা

নিজস্ব প্রতিবেদন:  অ্যামাজনের জেফ বেজোসের আগে ভার্জিন গ্যালাকটিকের রিচার্ড ব্র্যানসন ঘোষণা করেছিলেন যে মহাকাশে প্রথম যাত্রা করার কথা। এবার রিচার্ড ব্র্যানসনের সঙ্গে মহাকাশে যাত্রা করতে চলেছেন এক ভারতীয় কন্যা। পাঁচ যাত্রীর মধ্যে থাকবেন সরকারী বিষয়ক ও সংস্থার গবেষণা কার্যক্রমের সহ-সভাপতি সিরিশা বান্দলা।

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় জন্ম গ্রহণ করা সিরিশা দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি কল্পনা চাওলার পর মহাকাশে যেতে চলেছেন। কলম্বিয়ার দুর্ঘটনার পর মহাকাশে এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিরিশা যাবে। সিরিশা ২০১৫ সালে ভার্জিন গ্যালাকটিক-এ সরকারী বিষয়ক ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন।

আরও পড়ুন, সুখবর! প্রত্যেক LPG সিলিন্ডারে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয়, জানুন কীভাবে

ভার্জিন অরবিট-এর জন্য ওয়াশিংটন অপারেশন পরিচালনা করছেন যা ৭৪৭ একটি বিমান পাঠাচ্ছে যেখানে মহাকাশে একটি উপগ্রহ পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক, সিরিশার জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর করেছে সিরিশা। 

সিরিশার আত্মীয় রামরাও কান্নেগন্তি বলেন, "সবচেয়ে দুর্দান্ত বিষয়টি হ'ল তিনি রিচার্ড ব্র্যানসনের সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছেন। আমরা সকলেই তার জন্য খুব গর্বিত এবং তার নিরাপদ ভ্রমণের শুভেচ্ছা জানাচ্ছি।"

ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাশূন্যে যাত্রা করা প্রথম ভারতীয়। অন্যদিকে সিরিশার আগে কল্পনা চাওলা এবং ভারতীয়-আমেরিকান নভোচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে যাত্রা করেছিলেন।

.