মধ্যবিত্তর জন্য নতুন স্মার্টফোন Redmi 7A আনছে Xiaomi!
৪,০০০ mAh-এর ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ রয়েছে আরও অনেক কিছু...
নিজস্ব প্রতিবেদন: ২৮ মে একটি ইভেন্টে লঞ্চ করছে Xiaomi-র নতুন স্মার্টফোন Redmi K20। ওই একই দিনে তাদের নতুন আর একটি স্মার্টফোন Redmi 7A-এর দাম জানাবে Xiaomi। শুক্রবার চিনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সামনে এসেছে Redmi 7A। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi 7A-এর স্পেসিফিকেশন...
Redmi 7A স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম:
১) ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশেরও বেশি।
২) এই ফোনের RAM ও স্টোরেজ সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি।
৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৪৩৯ চিপসেট।
৪) ছবি তোলার জন্য থাকছে একটি ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার সাহায্যে কাজ করবে ফেস আনলক ফিচার। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আরও পড়ুন: এক চার্জে টানা ১৪ ঘণ্টা গেম খেলা যাবে Vivo Z5X স্মার্টফোনে!
৫) জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর শক্তিশালী নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।
নীল আর কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। Redmi 7A সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ২৮ মে।