অ্যামাজনের ৩ দিনের আকর্ষণীয় সেল

অনলাইন রিটেল কোম্পানি অ্যামাজন আজ অর্থাত্‌ ৮ আগস্ট থেকে ১০ আগস্ট ৩ দিনের গ্রেট ইন্ডিয়ান সেল দিচ্ছে। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের উপর আকর্ষণীয় অফার রয়েছে। দেখে নিন কোন কোন প্রোডাক্টের উপর কত সেল দিচ্ছে অ্যামাজন-

Updated By: Aug 8, 2016, 01:51 PM IST
অ্যামাজনের ৩ দিনের আকর্ষণীয় সেল

ওয়েব ডেস্ক: অনলাইন রিটেল কোম্পানি অ্যামাজন আজ অর্থাত্‌ ৮ আগস্ট থেকে ১০ আগস্ট ৩ দিনের গ্রেট ইন্ডিয়ান সেল দিচ্ছে। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের উপর আকর্ষণীয় অফার রয়েছে। দেখে নিন কোন কোন প্রোডাক্টের উপর কত সেল দিচ্ছে অ্যামাজন-

ব্লকবাস্টার ডিল-

১) কিন্ডল পেপারহোয়াইট ১০ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ৮ হাজার ৯৯৯ টাকায়।

২) ফিলিপ্স SHL ৫০০০ হেডফোন ৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৫৯৯ টাকায় পাওয়া যাবে।

৩) D-Link dir-600M ওয়্যারলেস রাউটার ২৬৫০ টাকার পরিবর্তে ৬৯৯ টাকায় পাওয়া যাবে।

৪) Daniel Klein মেয়েদের ঘড়ি ১৩৫০ টাকার পরিবর্তে ১০৯৯ টাকায় পাওয়া যাবে।

৫) অ্যামাজন গিফট কার্ড ৩ হাজার টাকার পরিবর্তে ২ হাজার ৮৫০ টাকায় পাওয়া যাবে।

পপুলার ব্র্যান্ড

১) Vero Moda women's apparel-এর উপর ৬০ শতাংশ ফ্ল্যাট অফ।

২) পুমার জুতোর উপর ৫০ শতাংশ ফ্ল্যাট অফ।

আরও পড়ুন হোয়াটস অ্যাপের ডেস্কটপ অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

৩) JBL-এর ইলেক্ট্রনিক্স জিনিসের উপর ৩৫ শতাংশ ফ্ল্যাট অফ।

৪) বাজাজ ইলেক্ট্রনিক্সের উপর ২৫ শতাংশ ফ্ল্যাট অফ।

.