পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

গত বছর সেপ্টেম্বরের পর নতুন বছরের শুরুতেই আবার কাছাকাছি আসতে চলেছে গ্রহাণু এবং পৃথিবী। 

Updated By: Feb 9, 2018, 09:53 AM IST
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

নিজস্ব প্রতিবেদন: আমাদের দিকে ধেয়ে আসছে প্রকাণ্ড এক গ্রহাণু। তবে ভয়ের কোনও কারণ নেই। এবারের মত রক্ষা পাবে পৃথিবী। কান ঘেঁষে বেড়িয়ে যাবে এই গ্রহাণু। নাসা সূত্রের খবর, ১৫ থেকে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে, বিজ্ঞানীরা যার নাম রেখেছে ২০১৮ সিবি। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের পাঁচ ভাগের এক ভাগ, অর্থাৎ প্রায় ৬৪ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই গ্রহাণু। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোররাতে (৪.০০ এএম) মানব গ্রহের পাশ দিয়ে অতিক্রম করবে এই  মহাকাশজাত বস্তু। পৃথিবী এবং ওই গ্রহাণুর মধ্যে দুরত্ব থাকবে প্রায় ১ লাখ ৮৪ হাজার কিলোমিটার।    

আরও পড়ুন- পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, দেখুন LIVE

নাসা বিজ্ঞানী পল কোডাসর মতে, "আজ থেকে পাঁচ বছর আগে (২০১৩) পৃথিবীর এত কাছে এসেছিল এমনই এক গ্রহাণু। তবে ওই মহাকাশজাত বস্তুর থেকে এটি তুলনায় ছোট। বছরে এক, দু'বারই এমন ঘটনা ঘটে।" উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি এই গ্রহাণুকে আবিষ্কার করেন নাসা বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরের পর নতুন বছরের শুরুতেই আবার কাছাকাছি আসতে চলেছে গ্রহাণু এবং পৃথিবী। 

.