অস্তিত্ব রক্ষায় এয়ারটেলের সঙ্গে মিশে যাচ্ছে টাটা টেলি সার্ভিস!

Updated By: Oct 12, 2017, 09:07 PM IST
অস্তিত্ব রক্ষায় এয়ারটেলের সঙ্গে মিশে যাচ্ছে টাটা টেলি সার্ভিস!

নিজস্ব প্রতিবেদন: জিও-র ধাক্কায় নাজেহাল টাটা টেলি সার্ভিসেস। বাধ্য হয়েই ‌গ্রাহকদের পরিষেবা দিতে এবার এয়ারটেলের সঙ্গে মিশে ‌যাচ্ছে টাটা টেলি সার্ভিসেস। এনিয়ে একটি চুক্তি হয়েছে দুই কোম্পানির মধ্যে। ফলে টাটা ডোকোমোর ৪ কোটি গ্রাহক এবার এয়ারটেলের বিভিন্ন সু‌যোগ সুবিধা ভোগ করতে পারবেন।

দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে কোনও নগদ লেনদেন ছাড়াই। তবে টাটা স্পেকট্রামের কিছুটা দায় নেবে ভারতী বলে খবর। দেশের ১৭টি সার্কেলে টাটার সব পরিষেবা দেবে এয়ারটেল। পাশাপাশি, টাটা টেলি সার্ভিসের সব গ্রাহক ও সম্পত্তি এয়ারটেলের আওতায় আসবে।

এ ব্যাপারে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল সংবাদ মাধ্যমে জানান, এই অধিগ্রহণ এয়ারটেলের ব্যবসা আরও বাড়াতে সাহা‌য্য করবে। এর ফলে টাটার গ্রাহকরা এয়ারটেলের দেশজোড়া বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে ভয়সে কল ও ডেটা ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন-  দীপাবলির আগে স্বস্তি দিল শিল্প সূচক ও মূল্যবৃদ্ধি 

.