এই অ্যাপগুলি ডাউনলোড করে থাকলে এখনই ডিলিট করুন! নাহলে মারাত্মক বিপদ!

এখন আমরা সবাই অ্যাপের বশবর্তী। সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাপে। কেনাকাটা, খাবার, রেস্তোঁরা থেকে শুরু করে ওষুধ, ডাক্তার সব কিছু। এই অ্যাপ পরিষেবার ফলে আমাদের যেমন লাভ হয়েছে, তেমন অনেক ক্ষতিও হচ্ছে। গুগল প্লে খুললে অসংখ্য অ্যাপ। তবে কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। তাই দেখে নিন কোন কোন অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না। আর ডাউনলোড করে ফেললে এখনই ডিলিট করুন। কারণ, এই অ্যাপগুলির মাধ্যমে আপনি ট্র্যাকড, হ্যাকড হয়ে যেতে পারেন। এই অ্যাপে এমন কিছু অসংরক্ষিত কনটেন্ট রয়েছে, যা আপনার সমস্ত তথ্য ফাঁস করে দিতে পারে।

Updated By: Jul 12, 2016, 11:33 AM IST
এই অ্যাপগুলি ডাউনলোড করে থাকলে এখনই ডিলিট করুন! নাহলে মারাত্মক বিপদ!

ওয়েব ডেস্ক: এখন আমরা সবাই অ্যাপের বশবর্তী। সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাপে। কেনাকাটা, খাবার, রেস্তোঁরা থেকে শুরু করে ওষুধ, ডাক্তার সব কিছু। এই অ্যাপ পরিষেবার ফলে আমাদের যেমন লাভ হয়েছে, তেমন অনেক ক্ষতিও হচ্ছে। গুগল প্লে খুললে অসংখ্য অ্যাপ। তবে কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। তাই দেখে নিন কোন কোন অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না। আর ডাউনলোড করে ফেললে এখনই ডিলিট করুন। কারণ, এই অ্যাপগুলির মাধ্যমে আপনি ট্র্যাকড, হ্যাকড হয়ে যেতে পারেন। এই অ্যাপে এমন কিছু অসংরক্ষিত কনটেন্ট রয়েছে, যা আপনার সমস্ত তথ্য ফাঁস করে দিতে পারে।

১) QUICK PIC

আরও পড়ুন আজ থেকে ফেসবুক নতুন এই সুবিধাটি চালু করছে!

২) ES FILE EXPLORER

৩) UC BROW

৪) CL IT

৫) MUSIC PLAYE

আরও পড়ুন ফোনকে সুরক্ষিত রাখতে এখনই হোয়াটস অ্যাপের এই ফাংশনটি ডি-অ্যাক্টিভেট করুন!

৬) DU Battery Saver & Fast Charge

৭) Dolphin Web Browser

.