ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য ফেসবুকের সংগ্রহ ১ কোটিরও বেশি টাকা

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য ১ কোটি বেশি টাকা সংগ্রহ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।

Updated By: May 2, 2015, 08:18 PM IST
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য ফেসবুকের সংগ্রহ ১ কোটিরও বেশি টাকা

ওয়েব ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য ১ কোটি বেশি টাকা সংগ্রহ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।

গত শনিবার প্রকৃতির রোষে কেঁপে ওঠে হিমালয়ের কোল ঘেঁষা ছোট্ট দেশ নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৭.৯। তিরিশ সেকেন্ডের কম্পনেই তছনছ হয়ে যায় গোটা দেশটা। ভেঙে গুঁড়িয়ে যায় বাড়ি, ঘর, স্থাপত্য। এখনও পর্যন্ত ৬,২০০ বেশি মানুষের মৃত্যু খবর পাওয়া গেছে। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। আহত ১০ হাজারেরও বেশি।

''আমরা ফেসবুকের মাধ্যমে স্থানীয় ত্রাণ সংগ্রহের উদ্যোগগুলিকে সমর্থনের সুযোগ করে দিয়েছিলাম ইউসারদের। দু'দিনের মধ্যে ৫০ হাজার মানুষ সাড়া দিয়েছেন। সংগ্রহ হয়েছে ১ কোটিরও বেশি টাকা।'' নিজের স্টেটাস আপডেটে জানিয়েছেনফেসবুকের সিইও স্বয়ং মার্ক জুকারবার্গ।

জুকারবার্গ জানিয়েছেন ফেসবুক নিজেদের তরফ থেকে এর সঙ্গে আরও ২০ লক্ষ টাকা দেবে।

 

.