আজ থেকে আরও 'দামী' হচ্ছে ফ্লিপকার্ট!

একধাক্কায় খরচ বাড়ছে ১৫ থেকে ২০ শতাংশ। আজ থেকেই কেনাকাটার ক্ষেত্রে 'দামী' হচ্ছে ফ্লিপকার্ট।

Updated By: Jun 22, 2016, 02:28 PM IST
আজ থেকে আরও 'দামী' হচ্ছে ফ্লিপকার্ট!

ওয়েব ডেস্ক : একধাক্কায় খরচ বাড়ছে ১৫ থেকে ২০ শতাংশ। আজ থেকেই কেনাকাটার ক্ষেত্রে 'দামী' হচ্ছে ফ্লিপকার্ট।

জায়ান্ট শপিং পোর্টালে কেনাকাটা করতে গেলে আজ থেকে যেসব জিনিসের জন্য বেশি দাম দিতে হবে, সেগুলি হল- ইলেকট্রনিক্স, স্মার্টফোন ও বই। রিটার্ন পলিসিতে পরিবর্তন আনায় ফ্লিপাকার্টের বিরুদ্ধে কয়েকটি ই-সেলার একজোট হয়ে শুরু করেছে #Online Dharna। যার ফলেই এই দাম বাড়ছে।

সম্প্রতি বেশ কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ফেরত দেওয়ার সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১০ দিন করেছে ফ্লিপকার্ট। সেইসঙ্গে সেলারদের কমিশন ১০ শতাংশের বদলে ৪০ শতাংশ করা হয়। সেলারদের অভিযোগ, লোকসানে চলছে পোর্টাল। আর সেই ক্ষতির দায়ভার পুরোটাই ফ্লিপকার্ট তাদের ঘাড়ে ফেলতে চাইছে। যদিও, সংস্থার তরফে এর কোনও  পাল্টা বিবৃতি মেলেনি।

আরও পড়ুন, রিটার্ন পলিসিতে বড়সড় পরিবর্তন আনছে ফ্লিপকার্ট

.