এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচতে এই নিয়মগুলি মেনে চলুন
সাইবার জালিয়াতির দুনিয়ায় সফ্ট টার্গেট হচ্ছে এটিএম কার্ড।
নিজস্ব প্রতিবেদন : একদিকে যেমন সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমও। আর এই সাইবার জালিয়াতির দুনিয়ায় সফ্ট টার্গেট হচ্ছে এটিএম কার্ড। সম্প্রতি, কলকাতা ও দিল্লির বেশকিছু ATM-এ কার্ড জালিয়াতির ঘটনা সামনে আসে। একের পর এক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লাখ লাখ টাকা। ATM কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে তাই মেনে চলুন কিছু নিয়ম।
বিপদ এড়াতে সবসময় খেয়াল রাখুন এগুলো-
* নির্দিষ্ট সময়ের পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন।
* কার্ডে পিন নম্বর লিখে রাখবেন না, কাউকে কার্ড দেবেন না। এমনকি নিজেও পিন নম্বর কাউকে বলবেন না।
* আপনি যখন এটিএমের ভিতরে থাকবেন, তখন অন্য় কাউকে প্রবেশ করতে দেবেন না।
* এটিএম মেশিনে পিন দেওয়ার সময় হাত দিয়ে আড়াল করে পিন দিন। যাতে অন্য় কারোর নজরে না পড়ে।
* এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কাউন্টারে ফেলে আসবেন না।
আরও পড়ুন, PAN কার্ড নেই? Aadhaar কার্ড থাকলে পেয়ে যাবেন মাত্র ১০ মিনিটেই!
* এটিএমের স্ক্রিন যতক্ষন না পুরনো অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।
* নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড পুরোপুরি নষ্ট করে ফেলুন।