৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, একাধিক দুর্দান্ত ফিচারে লঞ্চ হতে চলেছে Oppo Find X2
Oppo Find X2-তে থাকবে আর্কষণীয় ক্যামেরা ফিচার যা তাক লাগিয়ে দেবে...
নিজস্ব প্রতিবেদন: সব জল্পনায় ইতি টেনে আগামী মাসে ৬ তারিখ নাগাদ করে লঞ্চ হতে চলেছে Oppo Find X2। জানা গেছে ওই একই দিনে একটি স্মার্ট ওয়াচ লঞ্চ করতে পারে সংস্থাটি। একটি টিজার থেকে অনুমান করা হচ্ছে Oppo-এর স্মার্ট ওয়াচের ডিজাইন অনেকটা Apple-এর ধাঁচে হবে।অন্যদিকে Oppo Find X2-তে থাকবে আর্কষণীয় ক্যামেরা ফিচার যা তাক লাগিয়ে দেবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচারগুলি সম্পর্কে...
Oppo Find X2-এর দাম ও স্পেসিফিকেশন :
১) ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকছে এই ফোনে।
২)Oppo Find X2- এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম।
৩) Qualcomm Snapdragon 865 প্রসেসর রয়েছে Oppo-এর এই ভার্সনে।
৪) এই ফোনের থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
৫) এই ফোনে থাকছে ৪,০৬৫ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: সীমিত সময়ের ওপেন সেলে দুর্দান্ত অফার Xiaomi-র !
৬) ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ,এছাড়াও ৮ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল দুটি সেন্সর থাকবে রিয়ার ক্যামেরাতে।সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।তবে এখনও পর্যন্ত এই ফোনের ক্য়ামেরা ফিচার সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থা।
৭) ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।