গুগলও চলল ছুটির দেশে
২৩ ডিসেম্বর। গোটা বিশ্বে আজ থেকে ছুটির ঘণ্টা পড়ে গিয়েছে। ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ২৩ ডিসেম্ববরকে ছুটির মরশুমের প্রথম দিন হিসাবে ধরা হয়। এমন একটা দিনে গুগল ডুডলটা খেয়াল করেছেন! ডুডুলিংয়ের দারুণ সুন্দর রেকর্ড বজায় রেখে আজকেও গুগল চমকে দিল। হ্যাপি হলিডে বলে গুগল চলল ছুটির দেশে।
ওয়েব ডেস্ক: ২৩ ডিসেম্বর। গোটা বিশ্বে আজ থেকে ছুটির ঘণ্টা পড়ে গিয়েছে। ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ২৩ ডিসেম্ববরকে ছুটির মরশুমের প্রথম দিন হিসাবে ধরা হয়। এমন একটা দিনে গুগল ডুডলটা খেয়াল করেছেন! ডুডুলিংয়ের দারুণ সুন্দর রেকর্ড বজায় রেখে আজকেও গুগল চমকে দিল। হ্যাপি হলিডে বলে গুগল চলল ছুটির দেশে।
আজ গুগল ডুডলে দেখা যাচ্ছে ঘোড়ায় টানা স্লেজ গাড়ি চড়ে চারজন শিশুরা মজা করতে করেতে চলেছে। শিশুরা মাথা ঢাকা অবস্থায় তুষার পাতের মধ্য দিয়ে চলেছে। ক্রিসমাস এবং নতুন বছর এই দুই উপলক্ষে হলিডে সিজন শুরু হয়।
গত বছর হলিডে সিজনের শুরুটা গুগল ডুডল ছিল বৈচিত্র্যহীন (দ্বিতীয় ছবিতে দেওয়া হল), এবার সেটা অনেক বেশি প্রাণবন্ত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।