Whatsapp এর দাপটে ক্লিন বোল্ড hike, তল্পিতল্পা গুটিয়ে বন্ধ করল ঝাঁপ
শুরুতে চুটিয়ে ব্যটিং করলেও, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়া ক্লিন বোল্ড করে দিল ২০২১ সালের শুরুতেই।
নিজস্ব প্রতিবেদন: মেইড ইন ইন্ডির হাইক (hike) টেক্কা দিতে পারল না মার্কিন মুলুকের হোয়াটসঅ্যাপের সঙ্গে। হাজার রকম ভাবে লাইভলি বানিয়ে, ঢেলে সাজানোর পরও টিকতে পারল না। ঝকঝকে হাইক জায়গা করতে ব্যর্থ। কিন্তু হাইকের মধ্যে স্টিকার সহ যা যা ফিচার ছিল তা সেসময়ের হোয়াটসঅ্যাপেও ছিল না বলে মনে করেন ওয়াকিবহালমহল। শুরুতে চুটিয়ে ব্যটিং করলেও, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়া ক্লিন বোল্ড করে দিল ২০২১ সালের শুরুতেই।
1/ The time has finally come for us to bid farewell to Hike Sticker Chat. Thank you for your love, trust and support. Our relationship with you means the world to us, and so we are looking forward to seeing you on our new and exciting apps. pic.twitter.com/dSJmjvNYVR
— Hike (@hikeapp) January 14, 2021
যাত্রা পথের শুরুতেই হাইকের ইউজার সংখ্যা পৌঁছে গিয়েছিল ১.৪ বিলিয়ন। এই অ্যাপ তৈরি করেছিলেন, কভিন ভারতী মিত্তাল এর Scion।
4/ Stickers by Hike — Enjoy Hike Sticker Chat’s top 5000 stickers on all messaging apps for free!
Android → https://t.co/cVJgrDM9cS
iOS app - Coming Soon! pic.twitter.com/cM6H95faeJ
— Hike (@hikeapp) January 14, 2021
মিত্তাল জানিয়েছে, ভারতের কোনও নিজস্ব মেসেঞ্জার আর থাকল না। কারণ, বিদেশের নেটওয়ার্ক ও মেসেঞ্জার অনেক স্ট্রং।তবে ৬ জানুয়ারি হাইকের পক্ষ থেকে কোভিন ভারতী মিত্তাল বলেন, নতুন বছরে নতুন ভাবে আসবে hike app। নতুন প্রোডাক্ট ব্র্যান্ড চালু করার কথাও টুইট করে বলেন তিনি।
1/ We're going to start this new year with a bang @hikeapp!
Read on to know more about →
The evolution of HikeLand
Launch of a brand new product
One more thing— Kavin Bharti Mittal (@kavinbm) January 6, 2021