ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি আধার নম্বর লিঙ্ক হয়েছে? কীভাবে বুঝবেন জেনে নিন

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করে দিয়েছে সরকার। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টই নয়, বাকি অন্যান্য ক্ষেত্রেও আধার নম্বর লিঙ্ক করানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Updated By: Jan 2, 2018, 03:37 PM IST
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি আধার নম্বর লিঙ্ক হয়েছে? কীভাবে বুঝবেন জেনে নিন

ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করে দিয়েছে সরকার। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টই নয়, বাকি অন্যান্য ক্ষেত্রেও আধার নম্বর লিঙ্ক করানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : ফ্লিপকার্ট ২০১৮ মোবাইল বোনানজা সেল, স্মার্টফোনে দারুণ অফার

সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যাঙ্কের পক্ষ থেকে তাই গ্রাহকদের জানানো হয়েছে যে, তাঁরা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাঁদের আধার নম্বর এখনই লিঙ্ক করে নেন। আপনিও নিশ্চয়ই নির্দেশ অনুযায়ী আধার নম্বর লিঙ্ক করেছেন? কিন্তু কীভাবে বুঝবেন সত্যিই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক হয়েছে কিনা? জেনে নিন-

UID পোর্টালের মাধ্যমে কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক হয়েছে কিনা জেনে নিন-

১) প্রথমে আধার ওয়েবসাইট www.uidai.gov.in –এ ক্লিক করুন।
২) এবার Check Aadhaar & Bank Account Linking Status-এ ক্লিক করুন।
৩) এবার অন্য একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার আধার তথ্য দেওয়ার জন্য বলা হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিন।

৪) এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে। এবার সেই কোড সাবমিট করুন।
৫) এবার লগ ইন করুন।
৬) আপনার আধার নম্বর যদি সঠিকভাবে লিঙ্ক করানো থাকে, তাহলে ব্লু টিক দেখাবে।

SMS সার্ভিসের মাধ্যমে কীভাবে বুঝবেন জেনে নিন-

১) *99*99*1# নম্বরে ডায়াল করুন।
২) এবার আপনার ১২ ডিজিটের আধার নম্বর দিন।
৩) সেখানেই আপনি দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো রয়েছে কিনা।

আরও পড়ুন : নতুন বছরের জানুয়ারি মাসে কতগুলো ছুটি পাবেন? জেনে নিন

.