সাধ্যের মধ্যেই পাঞ্চ হোল ক্যামেরা, ৬ জিবি RAM দিচ্ছে Huawei Nova 5z
দেখে নেওয়া যাক Huawei Nova 5z-এর স্পেসিফিকেশন আর দাম...
নিজস্ব প্রতিবেদন: এক দিকে শক্তিশালী RAM। অন্যদিকে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ কোয়াড ক্যামেরা সেটআপ। এমনই আকর্ষণীয় ফিচার-সহ প্রকাশ্যে এল চিনা সংস্থা Huawei-এর নতুন স্মার্টফোন Nova 5z। শুধু তাই নয়, সংস্থার ট্রেন্ড বজায় রেখে Nova 5z-এর দামও বেশ পকেটসই। সোমবার চিনে প্রকাশ্যে এল Nova 5zi-এর বাজেট সংস্করণ Nova 5z। চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক Huawei Nova 5z-এর স্পেসিফিকেশন আর দাম...
Huawei Nova 5z-এর স্পেসিফিকেশন আর দাম:
১) Huawei Nova 5z -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ ২ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
২) তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Huawei Nova 5z। ৬ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Huawei Nova 5z। থাকছে octa-core HiSilicon Kirin 810 SoC প্রসেসর।
৩) Huawei Nova 5z ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। অর্থাত্ স্পেসিফিকেশনের তুলনায় ব্যাটারি কিঞ্চিত কম। তবে, এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
আরও পড়ুন: সস্তায় অবিশ্বাস্য স্পেসিফিকেশন! বিক্রি শুরু হল Redmi Note 8 আর Note 8 Pro-এর
৪) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।
৫) থাকছে ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের এক কোনে থাকছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।
৬) চিনে ৬ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১,৫৯৯ ইয়ান(ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,০০০ টাকা)। ৮ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানের দাম ১,৭৯৯ ইয়ান(ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,০০০ টাকা)। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই ভারতে এই ফোন আসতে পারে বলে মনে করা হচ্ছে।