চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে ভারতের এই যান, চন্দ্রযান ২-এর প্রথম ছবি প্রকাশ্যে অনল ISRO
ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ৯ - ১৬ জুলাইয়ের মধ্যে কোনও এক দিন উত্ক্ষেপণ করা হবে চন্দ্রযান ২ কে। ৬ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে যানটি। এর পর চাঁদের মাটিতে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাবে এই যান।
নিজস্ব প্রতিবেদন: আগামী মাসেই শুরু হবে ভারতের দ্বিতীয় অভিযান চন্দ্রযান ২। এবার চাঁদের বুকে গাড়ি চালানোর পরিকল্পনা করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। তার আগে প্রথমবার চন্দ্রযান ২-কে প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।
Pictures of the modules of India's second lunar mission Chandrayaan-2 that is scheduled to be launched between July 9 and 16. pic.twitter.com/9wLXQruJWX
— ANI (@ANI) June 12, 2019
ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ৯ - ১৬ জুলাইয়ের মধ্যে কোনও এক দিন উত্ক্ষেপণ করা হবে চন্দ্রযান ২ কে। ৬ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে যানটি। এর পর চাঁদের মাটিতে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাবে এই যান।
চন্দ্রযান ২-য়ে রয়েছে তিনটি অংশ। অরবিটার, ল্যান্ডার ও রোভার। অরবিটার অংশটি নির্দিষ্ট কক্ষপথে চাঁদের চারিদিকে ঘুরবে। ল্যান্ডার অংশটি চাঁদের মাটি ছোঁবে। আর ল্যান্ডারের ভিতরে রয়েছে রোভার। ল্যান্ডার অবতরণ করলে তার ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার। পৃথিবী থেকে সংকেত পাঠিয়ে চাঁদের মাটিতে সেটিকে গাড়ির মতো চালাবেন ইসরোর বিজ্ঞানীরা।