জিও বনাম এয়ারটেল, দেখুন ডেটা প্ল্যানে কে এগিয়ে কে পিছিয়ে

টেলিকম দুনিয়ায় ডেটা প্ল্যানে জোর টক্কর রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মধ্যে। দেখুন কত টাকার রিচার্জে কোন সার্ভিস প্রোভাইডর গ্রাহকদের বেশি খুশি করতে পারছে।

Updated By: Jan 29, 2018, 02:58 PM IST
জিও বনাম এয়ারটেল, দেখুন ডেটা প্ল্যানে কে এগিয়ে কে পিছিয়ে

নিজস্ব প্রতিবেদন: টেলিকম দুনিয়ায় ডেটা প্ল্যানে জোর টক্কর রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মধ্যে। দেখুন কত টাকার রিচার্জে কোন সার্ভিস প্রোভাইডর গ্রাহকদের বেশি খুশি করতে পারছে।

১) এয়ারটেল এবং জিও-র ১৪৯ টাকার প্ল্যান-

এয়ারটেল- ২৮ দিনের বৈধতায় ১ জিবি ডেটা প্রতিদিন, ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।
জিও- ২৮ দিনের বৈধতায় ১.৫ জিবি ডেটা প্রতিদিন, ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপের বিরক্তিকর ‘গুড মর্নিং’ মেসেজ থেকে কীভাবে মুক্তি পাবেন? জেনে নিন

২) এয়ারটেল এবং জিও-র ১৯৯ এবং ১৯৮ টাকার প্ল্যান-
এয়ারটেল- ২৮ দিনের বৈধতায় ১ জিবি ডেটা প্রতিদিন। তার সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এসটিডি অফার। এবং ১০০ এসএমএস প্রতিদিন।
জিও- ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটা প্রতিদিন। ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।

৩) এয়ারটেল এবং জিও-র ৩৯৯ টাকার প্ল্যান-
এয়ারটেল- ৮৪ দিনের বৈধতায় প্রতিদিন ১ জিবি ৩জি-৪জি ডেটা। ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিংয়ের সুবিধা।
জিও- ৮৪ দিনের বৈধতায় জিও দিচ্ছে ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং ১.৫ জিবি ডেটা প্রতিদিন।

৪) এয়ারটেল এবং জিও-র ৪৪৮ টাকার প্ল্যান-
এয়ারটেল- ৮২ দিনের বৈধতায় ১.৪ জিবি ডেটা প্রতিদিন, এবং ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।
জিও- ৯১ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।

৫) এয়ারটেল এবং জিও-র ৫০৯ টাকার প্ল্যান-
এয়ারটেল- ৯০ দিনের বৈধতায় ১.৪ জিবি ডেটা প্রতিদিন এবং ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।
জিও- ২৮ দিনের বৈধতায় ১০০ এসএমএস প্রতিদিন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিংয়ের সঙ্গে ৩ জিবি ডেটা প্রতিদিন।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য চমকদার অফার এয়ারটেলের

.