হার্ড কপির প্রয়োজন নেই, আজ থেকেই ডাউনলোড করা যাবে ই-ভোটার কার্ড

নিজস্ব প্রতিবেদন: আধারের ধাঁচে এবার ভোটার কার্ডেও ডিজিটালের ছোঁয়া। সোমবার জাতীয় ভোটার দিবসে অর্থাৎ আজই ই-এপিক পরিষেবা চালু করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট থেকেই এই ই-এপিক ডাউনলোড করা যাবে। দু’দফায় ই–ভোটার কার্ড নিয়ে আসা হচ্ছে। 

আরও পড়ুন:  যে কোনও রাজ্যে বসেই দেওয়া যাবে ভোট,‘Remote Voting’-র বন্দোবস্ত নির্বাচন কমিশনের

নতুন যাঁরা ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন সম্প্রতি, প্রথম দফায় ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মূলত তাঁরাই ওই ই–ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আগে থেকেই যাঁদের ভোটার কার্ড ছিল, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তাঁরা ওই কার্ড পেতে পারেন। তবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল ফোন নম্বর সংযুক্ত করা থাকলে তবেই মিলবে ডিজিটাল ভোটার কার্ড মিলবে। 

সামনেই দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির নির্বাচন থেকেই ডিজিটাল ভোটার কার্ডের ব্যবহার শুরু হয়ে যেতে পারে। এ ছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিলে নতুন আবেদনকারীরা ডিজিটাল ফর্ম্যাটেও ভোটার কার্ড পাবেন। তা দেখিয়েও ভোট দিতে কোনও সমস্যা হবে না। 

English Title: 
No hard copy required, e-voter card can be downloaded from today
News Source: 
Home Title: 

হার্ড কপির প্রয়োজন নেই, আজ থেকেই ডাউনলোড করা যাবে ই-ভোটার কার্ড

হার্ড কপির প্রয়োজন নেই, আজ থেকেই ডাউনলোড করা যাবে ই-ভোটার কার্ড
Yes
Is Blog?: 
No