হোয়াটসঅ্যাপে এবার করা যাবে কল ব্যাক, ভয়েস মেল

টাকা খরচ করে মেসেজ করার দিন অনেক পুরনো হয়ে গিয়েছে। এখন শুধু ডেটা প্যাক রিচার্জ করো, আর বিনামুল্যে মেসেজ করো। তাই লক্ষ লক্ষ মানুষ সারাদিন হোয়াটস অ্যাপে অনলাইন। টুক টাক নোটিফিকেশন আসছে যাচ্ছে। ফোন আসছে যাচ্ছে। কিন্তু এতদিন হোয়াটস অ্যাপ থেকে কল ব্যাক করা যেত না। করা যেত না ভয়েস মেলও। এবার সেই সুবিধাও করে দিল ফেসবুক অন্তর্গত জনপ্রিয় এই মেসেজিং সাইটটি।

Updated By: Apr 28, 2016, 06:53 PM IST
হোয়াটসঅ্যাপে এবার করা যাবে কল ব্যাক, ভয়েস মেল

ওয়েব ডেস্ক: টাকা খরচ করে মেসেজ করার দিন অনেক পুরনো হয়ে গিয়েছে। এখন শুধু ডেটা প্যাক রিচার্জ করো, আর বিনামুল্যে মেসেজ করো। তাই লক্ষ লক্ষ মানুষ সারাদিন হোয়াটস অ্যাপে অনলাইন। টুক টাক নোটিফিকেশন আসছে যাচ্ছে। ফোন আসছে যাচ্ছে। কিন্তু এতদিন হোয়াটস অ্যাপ থেকে কল ব্যাক করা যেত না। করা যেত না ভয়েস মেলও। এবার সেই সুবিধাও করে দিল ফেসবুক অন্তর্গত জনপ্রিয় এই মেসেজিং সাইটটি।

এবার হোয়াটস অ্যাপে আসা মিস কল থেকে কল ব্যাক করতে পারবেন। খুবই সোজা উপায়। হোয়াটস অ্যাপ নোটিফিকেশনের অপশনের পাশেই থাকবে কল ব্যাকের অপশনটি। যা থেকে অ্যাপে না ঢুকেই কল ব্যাক করতে পারবেন।

.