১৫ আগস্ট ফ্রি আনলিমিটেড কলের অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর

দারুন অফার দিচ্ছে BSNL। ১৫ আগস্ট স্বাধীনভাবে স্বাধীনমতো যত খুশি কথা বলুন। কিন্তু কোনও টাকা লাগবে না। একেবারে ফ্রি আনলিমিটেড কল যে কোনও নম্বরে।

Updated By: Aug 14, 2016, 03:49 PM IST
১৫ আগস্ট ফ্রি আনলিমিটেড কলের অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর

ওয়েব ডেস্ক: দারুন অফার দিচ্ছে BSNL। ১৫ আগস্ট স্বাধীনভাবে স্বাধীনমতো যত খুশি কথা বলুন। কিন্তু কোনও টাকা লাগবে না। একেবারে ফ্রি আনলিমিটেড কল যে কোনও নম্বরে।

এই প্রসঙ্গে টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন যে, BSNL গ্রাহকেরা এদিন দারুন সুবিধা পেতে চলেছেন। বিনামূল্যে কলিংয়ের পাশাপাশি BSNL ল্যান্ডলাইন থেকে বিনামূল্যে ভয়েস কলিংও করতে পারবেন। এই অফার ১৫ আগস্ট পাওয়া যাবে। এবং এরপর থেকে প্রত্যেক রবিবার এই অফার পাবেন BSNL গ্রাহকেরা।

আরও পড়ুন ১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত BSNL গ্রাহকেরা আনলিমিটেড নাইট কলিং করতে পারবেন। BSNL সিএমডি অনুপম শ্রীবাস্তব এই প্রসঙ্গে জানিয়েছেন যে, প্রত্যেক BSNL ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য এই অফার দেওয়া হচ্ছে। ৪৯ টাকার মান্থলি রেন্টালে প্রথম ৬ মাস এই সুবিধা পাওয়া যাবে। এরপরে গ্রাহক নিজের ইচ্ছেমতো মান্থলি রেন্টাল বদলে নিতে পারবেন। তবে ১৫ আগস্টের ফ্রি কলিং পরিষেবার জন্য গ্রাহকদের কোনও কল চার্জ দিতে হবে না।

.