ভারতের মাত্র ২০% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, বলছে সমীক্ষা

অন্তর্জালের রমারমা এখন বিশ্বজুড়ে। কিন্তু Pew Research Center অনুযায়ী ৩২টি উন্নয়নশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশের মধ্যে ভারতের স্থান অনেক নীচে।

Updated By: Mar 24, 2015, 02:08 PM IST
ভারতের মাত্র ২০% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, বলছে সমীক্ষা

ওয়েব ডেস্ক: অন্তর্জালের রমারমা এখন বিশ্বজুড়ে। কিন্তু Pew Research Center অনুযায়ী ৩২টি উন্নয়নশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশের মধ্যে ভারতের স্থান অনেক নীচে।

এই স্টাডি জানাচ্ছে ভারতের মাত্র ২০% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।

৩২টি দেশের ৩৬,৬১৯ জন মানুষকে নিয়ে একটি সমীক্ষা করেছিল পিউ রিসার্চ সেন্টার।

এই সমীক্ষা অনুযায়ী, এ দেশের মাত্র ১৪% মানুষের কাছে স্মার্টফোন রয়েছে।

এই দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬৫% অন্তর্জালকে ব্যবহার করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয় থাকার জন্য। ৫৫% চাকরি খুঁজতে ইন্টারনেটের সাহায্য নেন।

সারা পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ বাস করেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায়। কিন্তু, এই দেশগুলির মধ্যে আসলে ইন্টারনেটের প্রচলন এখনও খুবই কম। ইন্দোনেশিয়ার ২৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, বাংলাদেশ ও পাকিস্তানে এই পরিসংখ্যানটা যথাক্রমে ১১% ও ৮%।

এই সমীক্ষা অনুযায়ী, এই দেশগুলিতে তথাকতিত উচ্চ শিক্ষিত, ইংরেজিতে সাবলীল যুব সমাজের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা বেশি।

 

.