ফেসবুকের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা দশটি মজার প্রশ্ন

গোটা বিশ্বজুড়ে চাকরির কঠিন বাজারে সবচেয়ে লোভনীয় চাকরীর জায়গা হল ফেসবুক। সারাদিন যে ফেসবুকে বুঁদ থাকে গোটা বিশ্ব, সেই ফেসবুকেই চাকরি! দারুণ...কিন্তু চাকরি তো পরে, আগে তো ইন্টারভিউটা উতরে যেতে হবে।

Updated By: Oct 18, 2015, 11:43 AM IST
ফেসবুকের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা দশটি মজার প্রশ্ন

ওয়েব ডেস্ক: গোটা বিশ্বজুড়ে চাকরির কঠিন বাজারে সবচেয়ে লোভনীয় চাকরীর জায়গা হল ফেসবুক। সারাদিন যে ফেসবুকে বুঁদ থাকে গোটা বিশ্ব, সেই ফেসবুকেই চাকরি! দারুণ...কিন্তু চাকরি তো পরে, আগে তো ইন্টারভিউটা উতরে যেতে হবে।

দেখে নিন ফেসবুকে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা দশটা মজার প্রশ্ন--

১) ধরো লুকোচুরি খেলা হচ্ছে, আধ ঘণ্টা তোমায় খুঁজে না পাওয়া গেলে তুমি চাকরিটা পেয়ে। একটা ১০০ তলা বিল্ডিংয়ে তোমায় লুকিয়ে থাকতে বলা হল। তুমি কত নম্বর তলায় লুকিয়ে থাকবে?-ইন্টারনেট মার্কেটিং অ্যানালিস্টের জন্য আসা প্রার্থীকে

২) ধরো ফেসবুকে হঠাত্‍  ছবি আপলোড কমে গেল। সেক্ষেত্রে তোমার প্ল্যান অফ অ্যাকশন কী হবে?-

৩) অন্ধ মানুষদের জন্য ফেসবুক তৈরি করা হলে তুমি কী করবে?-প্রোডাক্ট ম্যানেজার পদের জন্য জিজ্ঞাসা করা প্রশ্ন

৪) একটা দিনে ফেসবুকে কতগুলো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়?- মার্কেটিংয়ের জন্য

৫) ইন্টারনেটে কি পরিমাণ অর্থ খরচ করা হয়?-অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য

৬)  এটিএম, ও টিভি কন্ট্রোলের ডিজাইনের সবচেয়ে খারাপ জিনিস কোনটা?-প্রোডাক্ট ডিজাইনারের জন্য

৭) আমেরিকার মোট বিমানবন্দরের হিসাবটা কত হবে?-প্রোডাক্ট ম্যানেজার

৮) ফেসবুকে কিছু বদলে ফেলতে বলা হলে আপনি কোনটি করবেন?-সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রার্থী

৯) একটি ব্যস্ত ব্রিজের ওপর দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে তার সংখ্যা কিভাবে বের করবেন?-সফটওয়্যার ইঞ্জিনিয়ার

১০) একটি রেখায় দুটো বিন্দু এলোমেলোভাবে রাখা আছে। এ থেকে তিনটি বিন্দু তৈরি হয়ে একটি ত্রিভুজ তৈরির সম্ভাবনা কতটুকু?-প্রোডাক্ট অ্যানালিস্ট পদের জন্য

 

.