সমুদ্রের উপরে 'উড়ে' বেড়াচ্ছে মানুষ, দেখুন ভিডিও
না বাজপাখি নয়। পায়রাও নয়। কোনও পাখিও না। সমুদ্রের ওপর পাখনা ছাড়াই উড়ে বেড়াচ্ছে মানুষ। তাও আবার দাঁড়িয়ে থেকেই। রামায়ণে হনুমানকে প্রযুক্তির কারসাজিতে টেলিভিশনের পর্দায় উড়িয়ে দিয়েছিলেন এডিটর। আর এখানে অ্যালেক্সেন্ডার দুরু সমুদ্রের ওপর উড়তে সাহায্য নিলেন একটি মেশিনের। ২৫০ মিটারেরও বেশি পথ অল্প সময়েই অনায়াসেই উড়ে গেলেন অ্যালেক্সেন্ডার দুরু। আর এই আবিস্কারই তৈরি করল নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড।
ওয়েব ডেস্ক: না বাজপাখি নয়। পায়রাও নয়। কোনও পাখিও না। সমুদ্রের ওপর পাখনা ছাড়াই উড়ে বেড়াচ্ছে মানুষ। তাও আবার দাঁড়িয়ে থেকেই। রামায়ণে হনুমানকে প্রযুক্তির কারসাজিতে টেলিভিশনের পর্দায় উড়িয়ে দিয়েছিলেন এডিটর। আর এখানে অ্যালেক্সেন্ডার দুরু সমুদ্রের ওপর উড়তে সাহায্য নিলেন একটি মেশিনের। ২৫০ মিটারেরও বেশি পথ অল্প সময়েই অনায়াসেই উড়ে গেলেন অ্যালেক্সেন্ডার দুরু। আর এই আবিস্কারই তৈরি করল নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্সেন্ডার দুরু তাঁর রেকর্ডের কথা প্রসঙ্গে বলেন, " আমি সত্যি ভেবেছিলাম এইভাবে কোনও একদিন উড়ে বেড়াতে পারব। মনে হত এটা সম্ভব"। সেটাই করে দেখাতে পেরে অভিভূত অ্যালেক্সেন্ডার দুরু।
সমুদ্রে থেকে মাত্র ৫ ফিট ওপরে ২৫০ মিটারেরও বেশি পথ উড়ে বেড়ানোর ভিডিও দেখুন-