জানুন, মঙ্গলগ্রহে চিঠি পাঠানোর জন্য কত টাকা নেবে নাসা?
বিজ্ঞান এবং প্রযুক্তি যে হারে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে একদিন হতেই পারে মঙ্গলেও মানুষ বসবাস করবে। হয়তো পরিবারের কেউ থাকবেন মঙ্গল গ্রহে। আর তাঁর খবরাখবর নিতে, তাঁর পরিবারের লোকজন চিঠি লিখবেন, কেমন আছে জানতে!
ওয়েব ডেস্ক: বিজ্ঞান এবং প্রযুক্তি যে হারে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে একদিন হতেই পারে মঙ্গলেও মানুষ বসবাস করবে। হয়তো পরিবারের কেউ থাকবেন মঙ্গল গ্রহে। আর তাঁর খবরাখবর নিতে, তাঁর পরিবারের লোকজন চিঠি লিখবেন, কেমন আছে জানতে!
কিন্তু চিঠি লিখে তো ফেললেন। তারপর? সেই চিঠিটা তো পাঠাতেও হবে নাকি! চিঠি না পাঠাতে পারলে, সেই মানুষটি চিঠি পড়বেন কীভাবে! আর এ তো আর তেমন নয় যে, আপনি আপনার পোষা পায়রার গলায় চিঠিটা ঝুলিয়ে দিলেন আর সেই চিঠি দিব্যি পৌঁছে গেল সোজা মঙ্গল গ্রহে! তাহলে উপায়? উপায় সহজ। নাসা তাঁদের মহাকাশ যানে করে পাঠিয়ে দেবে আপনার চিঠি। কিন্তু অবশ্যই বিনামূল্যে নয়। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ১০ লক্ষ ৮০ হাজার টাকা! কী বেশি হয়ে গেল? কী আর করবেন। দূরত্বটাও যে একটু বেশি।