দেশের গুরুত্বপূর্ণ সাইটে পাক হ্যাকরদের কব্জা
আয়কর দফতরের সাইটে পাকিস্তানে হ্যাকরদের কব্জা। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস (আইআরএস) ওয়েবসাইট হ্যাক করে সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকাররা। হ্যাকরাদের হামলায় অচল হয়ে পড়েছে ওয়েবসাইটটি। ওয়েবসাইটিটি খুললেই শনিবার সকাল থেকে দেখা যাচ্ছিল 'পাকিস্তান জিন্দাবাদ' এবং 'আমরা পাক সাইবার হানাদার দল' দুটো লেখা। পরে অবশ্য এই লেখা দুটো আর দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, ওয়েবসাইটটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) এবং আয়কর দফতরের মধ্যে যাবতীয় সরকারি কাজের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। অবশ্য বাঁচায়ো যে এই ওয়েবসাইটটি পাবলিক ডোমেনে থাকায়, সেখানে কোনও গোপন বা সংবেদনশীল তথ্য ছিল না।
হ্যাকিং-এর খবর আইআরএস-এর তরফে থেকে জানানো হয় কেন্দ্রীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (সার্ট-ইন)-কে। মূলত, এই সংস্থাই ভারতে হ্যাকিং-হামলার মোকাবিলা করে থাকে।