এমন সব key বোর্ডের শর্টকার্ট যা জেনে রাখা দরকার

আপনি কী কম্পিউটারে টাইপিংয়ে এক্সপার্ট? ঝড়ের মতো টাইপ করেন? ctrl+c মানে কপি, ctrl+v মানে পেস্ট,ctrl+a মানে সবটা সিলেক্ট। এসব তো সবারই জানা।  কিন্তু কি বোর্ডে আরও কিছু শর্টকার্ট কি আছে সেটা জানেন কী। আপনাকে কিবোর্ড সম্বন্ধে যে তথ্য দেবো আশা করছি আপনার জানা নেই। যদি জানেন ভাল, না জানলে আরও ভাল।

Updated By: Jan 27, 2016, 06:05 PM IST
এমন সব key বোর্ডের শর্টকার্ট যা জেনে রাখা দরকার

ওয়েব ডেস্ক: আপনি কী কম্পিউটারে টাইপিংয়ে এক্সপার্ট? ঝড়ের মতো টাইপ করেন? ctrl+c মানে কপি, ctrl+v মানে পেস্ট,ctrl+a মানে সবটা সিলেক্ট। এসব তো সবারই জানা।  কিন্তু কি বোর্ডে আরও কিছু শর্টকার্ট কি আছে সেটা জানেন কী। আপনাকে কিবোর্ড সম্বন্ধে যে তথ্য দেবো আশা করছি আপনার জানা নেই। যদি জানেন ভাল, না জানলে আরও ভাল।

উপরে ছবি দেখে শিখে নিন কী টাইপ করলে কোন সিম্বল আসে। কীভাবে করবেন? মাইক্রোসফ্ট ওয়ার্ড ফাইল খুলুন। আপনার পছন্দের মতো সিম্বল পেতে ছবি দেখে টাইপ করুন। দেখুন তো আপনার কাজে আসে কিনা? 

.