৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল 5G কানেক্টিভিটির Vivo S6
জানা গিয়েছে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: চিন থেকেই শুরু মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া। এর পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কিন্তু এত বিপর্যয়ের মধ্যেও থেমে নেই চিন। একের পর স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে চিনের সংস্থাগুলি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Vivo S6। 5G কানেক্টিভিটি নিয়ে এসেছে এই ফোন। যদিও এর বিক্রি এখনও শুরু হয়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ এপ্রিল থেকে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে এই ফোন। জানা গিয়েছে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক...
Vivo S6 এর স্পেসিফিকেশন আর দাম:
১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
২) ফোনের ভিতরে থাকছে Exynos 980 চিপসেট।
৩) ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে।
৪) ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে।
৫) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন: লকডাউনেই লঞ্চ করল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Honor 30S!
৬) ৪, ৫০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।
৭) এই ফোনের ওজন ১৮১ গ্রাম।
৮) চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে ২,৬৯৮ ইউয়ান। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৭০০ টাকা।