লকডাউনেই লঞ্চ করল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Honor 30S!

জানা গিয়েছে এই ফোনের দাম আর স্পেসিফকেশন। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 1, 2020, 05:33 PM IST
লকডাউনেই লঞ্চ করল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Honor 30S!

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেও লঞ্চ হচ্ছে কিছু কিছু স্মার্টফোন। এই তালিকায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি RAM যুক্ত Honor 30S। সম্প্রতি লঞ্চ করেছে এই ফোনটিও। জানা গিয়েছে এই ফোনের দাম আর স্পেসিফকেশন। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...     

Honor 30S এর স্পেসিফিকশন আর দাম: 

১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম থাকছে।

২) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।                              

৩) ফোনের ভিতরে থাকছে Kirin 820 চিপসেট।               

৪) ফোনে থাকছে ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৫) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

৬) ৪,০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এছাড়াও সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন: COVID-19 পরীক্ষার জন্য অনলাইনেই বুকিং করা যাবে; নমুনা সংগ্রহ করা হবে বাড়ি থেকেই!

৭) এই ফোনে Google Play সাপোর্ট করছে না। তার বদলে থাকছে Huawie Monile Service।

৮) 5G চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনে।

৯) তিনটি রঙের পাওয়া যাবে এই ফোন। কালো, নীল ও সবুজ।

১০) ফোনের দাম শুরু হচ্ছে ২,৩৯৯ ইউয়ান। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম ২৫,৫০০ টাকা।

.