এবার ১ ঘণ্টার পরও ডিলিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ

ডিলিট ফর এভরিওয়ান ফিচারে আর ৭ মিনিট নয়, ৪০৯৬ সেকেন্ড বা ৬৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে ডিলিট করতে পারবেন ভুল করে পাঠানো মেসেজ।

Updated By: Mar 3, 2018, 05:16 PM IST
এবার ১ ঘণ্টার পরও ডিলিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ

নিজস্ব প্রতিবেদন: গত বছর নভেম্বরে 'ডিলিট ফর এভরিওয়ান' নামে ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনার পাঠিয়ে ফেলা মেসেজও ডিলিট করে দিতে পারেন। তবে, তা ৪২০ সেকেন্ড বা ৭ মিনিটের মধ্যে। এ বার ডিলিটের সময়সীমা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন : ফোন হারিয়ে গেলে কীভাবে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত করবেন জেনে নিন

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ডিলিট ফর এভরিওয়ান ফিচারটিকে আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। আপডেট করা ডিলিট ফর এভরিওয়ান ফিচারে আর ৭ মিনিট নয়, ৪০৯৬ সেকেন্ড বা ৬৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে ডিলিট করতে পারবেন ভুল করে পাঠানো মেসেজ।

হোয়াটসঅ্যাপ আপডেট করালেই এই নতুন ফিচারটি পেয়ে যাবেন।

আরও পড়ুন : অনলাইন শপিংয়ে কীভাবে টাকা বাঁচাবেন? জেনে নিন

.