কোথায় রয়েছেন আপনি, জানিয়ে দেবে WhatsApp-এর নতুন এই ফিচার

Updated By: Oct 18, 2017, 01:26 PM IST
কোথায় রয়েছেন আপনি, জানিয়ে দেবে WhatsApp-এর নতুন এই ফিচার

সংবাদ সংস্থা: হোয়াটস অ্যাপে ‌যোগ হল নতুন একটি ফিচার। বুধবার থেকে ‌যোগ হতে চলেছে নতুন এই সুবিধা। নতুন এই ফিচারটির সাহা‌য্য শেয়ার করা ‌যাবে আপনার লাইভ লোকেশন।

হোয়াটস অ্যাপের নতুন এই ফিচারটির নাম WhatsApp Live Location sharing। ফিচারটির সুবিধা হল আপনি নিজের লোকেশন বন্ধু বান্ধবদের জানাতে পারবেন। তাও আবার একেবারে লাইভ।

হোয়াটস অ্যাপের প্রোডাক্ট ম্যানেজার জাফির খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‌যাতায়াতের সময় আপনার লোকেশন ‌যদি কারও সঙ্গে শেয়ার করা থাকে তাহলে আপানার নিরাপত্তা নিয়ে ভাবনা অনেকটাই কমে ‌যায়। একথা মাথায় রেখেই এই ফিচারটি যোগ করা হচ্ছে।

আরও পড়ুন-ধর্ষণের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ, ক্যানিংয়ে ধুন্ধুমার বিজেপি-তৃণমূল

কীভাবে অ্যাক্টিভেট করা ‌যাবে এই অপশন? কোনও কনট্যাক্টের চ্যাট উইন্ডোয় অ্যাটাচমেন্ট অপশনে গিয়ে 'শেয়ার লাইভ লোকেশন' আইকনে ট্যাপ করলেই সেই ব্যক্তি ম্যাপের ওপর আপনার অবস্থান দেখতে পাবেন। ওই অপশনে ট্যাপ করলেই জানতে চাওয়া হবে কতক্ষণের জন্য আপনি আপনার লোকেশন শেয়ার করতে চান।

আরও পড়ুন-মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়, অনেক পেছনে কংগ্রেস-শিবসেনা

.