ভারতে লঞ্চ হল Xiaomi Mi A2, জেনে নিন কখন কোথায় মিলবে এই ফোন
গত সেপ্টেম্বরে ভারতে Mi A1 লঞ্চ করেছিল Xiaomi. এটাই ছিল ভারতে শাওমির প্রথম জোড়া রিয়ার ক্যামেরাওয়ালা ফোন। গত মাসেই Mi 6X নামে তার নতুন ভার্সন লঞ্চ করে Xiaomi. তার ১৫ দিনের মধ্যে ভারতে A2 নামে ফোনটিকে লঞ্চ করল সংস্থা।
নিজস্ব প্রতিবেদন: চিনে লঞ্চের প্রায় ১৫ দিন পর ভারতে লঞ্চ হল Xiaomi-র নতুন ফোন Xiaomi Mi A2. Xiaomi Mi A1-এর উত্তরসূরি এই ফোন গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে Xiaomi. Android One সিরিজের এই ফোনে রয়েছে স্টক Android. যা Android-এর বিশুদ্ধতম ভার্সন।
গত সেপ্টেম্বরে ভারতে Mi A1 লঞ্চ করেছিল Xiaomi. এটাই ছিল ভারতে শাওমির প্রথম জোড়া রিয়ার ক্যামেরাওয়ালা ফোন। গত মাসেই Mi 6X নামে তার নতুন ভার্সন লঞ্চ করে Xiaomi. তার ১৫ দিনের মধ্যে ভারতে A2 নামে ফোনটিকে লঞ্চ করল সংস্থা।
The first sale starts on August 16 on https://t.co/D3b3Qt4Ujl, @amazonIN, Mi Home & Mi Preferred Partner Stores. The 6GB + 128GB is coming soon to India.
Get ₹2200 instant cashback and up to 4.5 TB free data from @reliancejio.
RT all tweets to win #MiA2 - #PicturePerfectPhotos pic.twitter.com/lwqOtKNwNy
— Mi India (@XiaomiIndia) August 8, 2018
ভারতে ১৬,৯৯৯ টাকায় মিলবে Xiaomi A2. এই ফোনে রয়েছে 4GB RAM, 64GB ইনবিল্ট মেমরি। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে অ্যামাজন ও mi.com-এ বুক করা যাবে Xiaomi Mi A2.
আর বিরক্ত করবে না WhatsApp-এর নোটিফিকেশন!
Mi A2-তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি IPS LCD স্ক্রিন FHD+ resolution (2340 x 1080 pixels রেজেলিউশন) যার অ্যাস্পেক্ট রেশিও 18:9। রয়েছে Qualcomm Snapdragon 660 processor সঙ্গে Adreno 512 GPU.
- 2μm* Super Pixel Technology
- Supports @Qualcomm QC 4+
- Black, Gold, Lake Blue, Rose Gold#MiA2 will be available for ₹16,999 [4GB RAM + 64GB ROM]. Pre-order starts on 9th August at 12 noon on https://t.co/D3b3Qt4Ujl & @amazonIN. #PicturePerfectPhotos pic.twitter.com/3L4XYxuC9r— Mi India (@XiaomiIndia) August 8, 2018
ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। যা দিয়ে ২০ মেগাপিক্সেল রেজেলিউশনের ছবি তোলা যায়। মেইন রয়েছে Xiaomi-র পেটেন্টেড AI beauty 4.0 প্রযুক্তি। দ্বিতীয় ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের।
ফোনটিতে রয়েছে ৩,০১০ mAh ব্যাটারি। ফোনটি কোয়ালকম কুইকচার্জ ৪+ প্রযুক্তি কাজ করে। Xiaomi Mi A2-তে USB C টাইপ পোর্ট দিয়েছে Xiaomi.