স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে Xiaomi-র স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর!
স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব অন বা অফ করা যাবে, বদলানো যাবে আলোর রং...
নিজস্ব প্রতিবেদন: স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এ বার স্মার্ট বাল্ব লঞ্চ করেছে Xiaomi। বুধবার ভারতে লঞ্চ হয়েছে Xiaomi-র Mi LED Smart Bulb। ২৬ এপ্রিল, শুক্রবার থেকে ভারতের বাজারে এই স্মার্ট বাল্বের বিক্রি শুরু হবে।
সংস্থার দাবি, ১ কোটি ৬০ লক্ষ রং সাপোর্ট করবে এই স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব অন বা অফ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই। Xiaomi-র এই স্মার্ট LED বাল্বে রয়েছে Google Assistant আর Amazon Alexa-এর সাপোর্ট। Mi Home অ্যাপ থেকেই এই স্মার্ট LED বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন— তাও শিডিউল করা যায়।
আরও পড়ুন: লঞ্চ হল Xiaomi-র স্মার্ট কুকার, চালানো যাবে স্মার্টফোন থেকেই!
শুক্রবার Mi.com থেকে Mi স্মার্ট LED বাল্বের বিক্রি শুরু করবে Xiaomi। জানা গিয়েছে, Mi.com থেকে ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে স্মার্ট বাল্বের বিক্রি শুরু করবে সংস্থা। আর তখনই এর দাম জানা যাবে।